বিশ্বব্যাপী মুসলিম দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক সিরিজ কুরুলুস উসমান থেকে বিদায় নিয়েছেন প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা বোরাক ওজচিভিত।
বিশ্বব্যাপী সমাদৃত তুর্কি ঐতিহাসিক সিজির কুরুলুস ওসমানে ওসমান চরিত্রে অভিনয় করেছেন বুরাক ওসজিভিত। এবার বাংলা ভাষার দর্শকদের জন্য এই অভিনেতার রোমান্টিক, অ্যাকশন ও কমেডি- এই তিন ঘরানার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে দীপ্ত প্লেতে।
উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান উসমান প্রথমের জীবনীর উপর ভিত্তি করে নির্মিত সিরিজের নাম কুরুলুস ওসমান। মেহমেদ বোজদাগ রচিত তুরস্কের সিরিজটি ঐতিহাসিক অ্যাডভেঞ্চার ঘরানার টেলিভিশন ধারাবাহিক।